- সারাদেশ
- বগুড়ায় ধানের শীষ ও নৌকার কর্মীদের সংঘর্ষ
বগুড়ায় ধানের শীষ ও নৌকার কর্মীদের সংঘর্ষ

দু’পক্ষের সংঘর্ষ -সমকাল
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার নৌকা ও ধানের শীর্ষের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে সারিয়াকান্দির কাজলার চরে যাওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা সোনাতলা উপজেলার তেকানী-চুকাইনগর এলাকায় সমবেত হলে সেখানে আওয়ামী লীগের নৌকা মার্কার কর্মীরাও সমবেত হন। এক পর্যায়ে উভয়ের পক্ষের মধ্যে লাটিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির আজিজার রহমান, আওয়ামী লীগের আব্দুস সামাদসহ উভয়পক্ষের ৫ জন আহত হন। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দু’পক্ষ থেকেই মামলার প্রস্তুতি চলছিল।
সোনাতলা থানার ওসি আবু মাসউদ চৌধুরী বলেন, সংর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও কোন দল মামলা করেনি।
মন্তব্য করুন