- সারাদেশ
- করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খুলনায় যুবক আটক
করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খুলনায় যুবক আটক

র্যাবের হাতে আটককৃত যুবক- সমকাল
খুলনায় করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মেরাজ আলী সাদী নামের এক যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে নগরীর মুজগুন্নি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক মেরাজ মুজগুন্নি আবাসিক এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। সে জিজ্ঞাসাবাদে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও একটি মেমোরিকার্ড জব্দ করা হয়েছে। তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের ডিএমডি মো. সৈয়েদুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
মন্তব্য করুন