- সারাদেশ
- হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর বাসায় চুরির অভিযোগ
হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর বাসায় চুরির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হোম কোয়ারেন্টাইনে থাকা এক দুবাই প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ২ টার দিকে উপজেলার সদরের কামারগাও গ্রামের ইনু মিয়ার বাড়িতে চুরির এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ইনু মিয়ার ছেলে মির্জা হেলাল।
তিনি জানান, তার ভাই কিছুদিন আগে দুবাই থেকে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরই সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকছেন তিনি। তার ভাইকে দেখার জন্য তার বোনও বাড়িতে এসেছেন। বোন বাড়িতে এসে তার স্বর্ণালঙ্কার আলমারিতে রাখে।
মির্জা হেলাল বলেন, আমার বাবা সকালে ঘুম থেকে উঠে দেখেন আলমারিতে রাখা জিনিসপত্রসহ রুমের সব ছড়ানো ছিটানো।
তিনি জানান, বাড়ির গেইটের তালা ভেঙে চোর ঘরে ঢুকে আলমারি থেকে ৪ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, নগদ পঞ্চাশ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে।
এদিকে ইনু মিয়ার প্রতিবেশি বেচু মিয়ার বাড়ি থেকে চারটি ভেড়া চুরিরও অভিযোগ পাওয়া গেছে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, 'আমাদের কাছে চুরির ঘটনায় কোনো অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
মন্তব্য করুন