করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন ক‌রে ১৩৭ জন‌কে হোম কোয়ারেন্টাই‌নে যুক্ত করা হ‌য়ে‌ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বৃহস্পতিবার সমকালকে এ তথ্য জানান।

তিনি জানান, নতুন করে সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ৫০ জন ও মৌলভীবাজারে ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে যুক্ত করা হয়েছে। সিলেট বিভাগে এখন ১ হাজার ৫৯৭ হোম কোয়ারেন্টাই‌নে আছেন।

ডা. আনিসুর আরও জানান, ১৪ দি‌নের হোম কোয়া‌রেন্টাইন শে‌ষে ২০০ জন‌কে ছাড়পত্র দেওয়া হ‌য়ে‌ছে। এ‌দের বেশির ভাগই প্রবাসী; বা‌কিরা তাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন।