- সারাদেশ
- সিলেটে আরও ১৩৭ জন হোম কোয়ারেন্টাইনে
সিলেটে আরও ১৩৭ জন হোম কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে যুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বৃহস্পতিবার সমকালকে এ তথ্য জানান।
তিনি জানান, নতুন করে সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ৫০ জন ও মৌলভীবাজারে ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে যুক্ত করা হয়েছে। সিলেট বিভাগে এখন ১ হাজার ৫৯৭ হোম কোয়ারেন্টাইনে আছেন।
ডা. আনিসুর আরও জানান, ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে ২০০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদের বেশির ভাগই প্রবাসী; বাকিরা তাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন।
মন্তব্য করুন