- সারাদেশ
- বাবুগঞ্জে রাস্তার পাশে বৃদ্ধের লাশ
বাবুগঞ্জে রাস্তার পাশে বৃদ্ধের লাশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে উপজেলা ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে থেকে আবদুস সালাম নামে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতের কোনো একসময় সড়ক দূর্ঘটনায় রাস্তার পাশে ছিটকে পড়েন আবদুস সালাম। সেখানেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে বিমানবন্দর থানায় খবর দেন।
বিমানবন্দর থানার ওসি এসএম জাহিদ-বিন-আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করেছেন।
মন্তব্য করুন