- সারাদেশ
- লালপুরে দুস্থদের মাঝে ইউএনওর খাবার বিতরণ
লালপুরে দুস্থদের মাঝে ইউএনওর খাবার বিতরণ
-Pic-(2)-samakal-5e81a004cb63c.jpg)
লালপুরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে- সমকাল
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নাটোরের লালপুরে রোজগার বন্ধ হয়ে যাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও এলাকায় ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম রোধ, জীবাণুনাশক স্প্রে করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।
রোববার বিকেলে আব্দুলপুর স্টেশন বাজারে গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও রেলস্টেশন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়।
উম্মুল বানীন দ্যুতি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হন, ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করুন । জনসমাগম থেকে বিরত থাকুন, নিজের ঘরে নিরাপদে থাকতে সকলকে আহবান করেন।’
এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হক, ইউপি চেয়ারম্যান আবু আল বেলাল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন