টানা দশদিন জ্বর-কাশি-গলা ব্যথায় ভুগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৬০) মারা গেছেন। 

সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। হাজীগঞ্জ বাজারে খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সবাই।

জাহাঙ্গীর হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। হাজীগঞ্জ বাজারের কিস্তি ভিলার দ্বিতীয় তলায় বাটা কোম্পানির (ডিলার হিসেবে) জুতার দোকান আছে তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের সব উপর্সগ ছিল তার। তাই স্থানীয়ভাবে কোনো চিকিৎসা না দিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, হাজীগঞ্জ করোনা উপসর্গের কোনো রোগী নেই৷ উনি কিভাবে মারা গেছেন তা আমাদের জানা নেই।