- সারাদেশ
- আপনাদের জন্য জীবন উৎসর্গ করবো: চিকিৎসকদের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ
আপনাদের জন্য জীবন উৎসর্গ করবো: চিকিৎসকদের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ

ছবি: সমকাল
স্থানীয়
সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
সংসদীয় কমিটির সভাপতি ও ফরিদপুর-৪
আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার
খন্দকার মোশাররফ হোসেন এমপি ফরিদপুরের কর্মরত
চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের জন্য আমার জীবন
উৎসর্গ করবো। আপনাদের নিরাপত্তার সব ব্যবস্থা করা
হয়েছে। আপনাদের জীবনের সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ
দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও দেওয়া হবে।
আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। অসুস্থ
রোগীকে সঠিকভাবে সেবা দিন।
ফরিদপুর
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে এ সভার আয়োজন
করা হয়। এতে সভাপতিত্ব
করেন জেলা প্রশাসক অতুল
সরকার।
অন্যদের
মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ফরিদপুর
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. খবিরুল
ইসলাম, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান,
ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আ স
ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব
আলী মেথু , শহর আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম,
জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম
ফোয়াদ, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান
রুবেল প্রমুখ। এছাড়া সভায় সরকারি বিভিন্ন
দপ্তরের প্রধানরা ও সাংবাদিকরা
উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন