- সারাদেশ
- ঠাকুরগাঁওয়ের সেই ৫ জন করোনায় আক্রান্ত নন: আইইডিসিআর
ঠাকুরগাঁওয়ের সেই ৫ জন করোনায় আক্রান্ত নন: আইইডিসিআর

অসুস্থ হয়ে হাসপাতালে আইসোলেশনে থাকা ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের নদীপাড়া গ্রামের একই পরিবারের ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।
তিনি বলেন, ‘সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর থেকে গত রোববার দুপুরে ওই ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার দুপুরে রির্পোট প্রদান করা হয়েছে। তাদের কারও শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।‘
ওই ৫ জন বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আইসোলেশন বিভাগে জেলা করোনা প্রতিরোধ কমিটির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
সদর উপজেলার ভেলাজান নদীপাড়া গ্রামের ওই পরিবারের একজন ঢাকার বিভিন্ন ক্যাসিনো ক্লাবে চাকরি করতেন। তিনি ২৩ মার্চ মাদারিপুরের শিবচরে গিয়েছিলেন। গত ২৫ মার্চ তিনি নিজ বাড়িতে এলে এলাকাবাসী তাকে বাড়িতে থাকতে বলে। পরে ওই ব্যক্তিসহ পরিবারের ৫ জনকে শনিবার জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগের পর তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রেফার্ড করা হয়। এরপর রোববার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর।
মন্তব্য করুন