ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

সিরাজগঞ্জে জামায়াতের ঝটিকা বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে জামায়াতের ঝটিকা বিক্ষোভ মিছিল

ছবি: সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ০২:৩৮ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০২:৪০

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধসহ কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীর মুক্তির দাবিতে সিরাজগঞ্জে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।

রোববার (৮ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে শহরের বাজার স্টেশন থেকে বিক্ষোভ শুরু হয়। নিউ ঢাকা রোডের মালসাপাড়া কবরস্থান মোড়ে গিয়ে মিছিল শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন জামায়াত নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে কবরস্থান মোড়ে সংক্ষিপ্ত পথসভায় জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ বক্তব্য দেন। তড়িঘড়ি কর্মসূচি পালন শেষে স্টেডিয়াম রোড দিয়ে তারা চলে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘জামায়াত-শিবিরের বিক্ষেভ-সমাবেশের বিষয়টি আগে থেকে অবগত ছিলাম না।’

আরও পড়ুন