ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

তাদের কাছ থেকে মিশুক ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। ছবি: সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ০৩:৩৮ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০৩:৩৮

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন।

গ্রেপ্তার চারজন হলেন- সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের কায়ছার আলীর ছেলে কল্লোর মিয়া (২০), মধ্য ধানঘড়া গ্রামের প্রয়াত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে সদর উপজেলার গোপালপুর বাজারের পশ্চিম পাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত মিশুক চুরি করে পালানোর সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মিশুক ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোব, সদর থানার ওসি মো. মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হক প্রমুখ।

আরও পড়ুন