ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

বগুড়ায় ৩ দাবিতে জামায়াতের বিক্ষোভ

বগুড়ায় ৩ দাবিতে জামায়াতের বিক্ষোভ

বগুড়া শহরে মিছিল করে জামায়াতে ইসলামী। ছবি: সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ০৬:২২ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০৬:২২

তিন দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে শহরের নূরানি মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে চারমাথা গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

বগুড়া শহর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটির তিন দফা দাবি হলো- কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ গ্রেপ্তার সব নেতাকর্মীদের মুক্তি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার ‘আলেম-উলামাদের’ মুক্তিসহ মামলা প্রত্যাহার। 

বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় জামায়াত নেতা মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলে শহর শাখা জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে জামায়াত নেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সরকারের পদত্যাগ দাবি করে কেয়ারটেকার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। পাশাপাশি সংগঠনটির আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন