গভীর সমুদ্রে ভাসছিল লাশ, তীরে নিয়ে এলেন জেলে

প্রতীকী ছবি
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ০৬:৪৯ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০৬:৪৯
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার সকাল ১১টার দিকে সৈকতের ঝাউবন এলাকা থেকে ২ কিলোমিটার সমুদ্রের গভীরে ভাসতে দেখে স্থানীয় এক জেলে ওই মরদেহ তীরে নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জেলেরা সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখেন। পরে কালাম মাঝি নামের এক জেলে মরদেহটি তীরে নিয়ে আসেন। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন সমকালকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় চেনা যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- পটুয়াখালী
- মরদেহ