করোনা পরিস্থিতিতে লক্ষ্মীপুরে বাড়ি বাড়ি গিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলার বিভিন্ন স্থানে লক্ষ্মীপুর-৪ আসনের বিবির হাট ও হাজির হাট এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক মোহাম্মদ আব্দুজ্জাহের সাজু নিজ হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। এসময় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন। 

অপরদিকে লক্ষ্মীপুর পৌর শহরের গরুর হাটসহ পৌর শহরের বিভিন্নস্থানে পৌর মেয়র আবু তাহের ব্যক্তিগত উদ্যোগে পাচঁ হাজার দিনমজুর, রিকশা-ভ্যান চালকদের মাঝে খাদ্য সহায়তা দেন।

আবু তাহের জানান, পৌর শহরের কেউ না খেয়ে থাকবে না। কেউ যাতে অনাহারে না থাকে তাই তিনি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়াসহ সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের খাদ্য সহায়তাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করছেন।

এছাড়া পৌর শহরের কেউ যাতে বাড়ি থেকে বের না হয় সেজন্য তিনি সকলকে অনুরোধ করেন।