- সারাদেশ
- কমলনগরে কর্মহীনদের মাঝে সংসদ সদস্যের খাদ্যসামগ্রী বিতরণ
কমলনগরে কর্মহীনদের মাঝে সংসদ সদস্যের খাদ্যসামগ্রী বিতরণ

কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ- সমকাল
করোনাভাইরাসের কারণে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার কর্মহীন দুই হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের উদ্যোগে বৃহস্পতিবার রাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তিন কেজি আলু ও এক কেজি ডাল।
সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন জানান, কমলনগর উপজেলার ৯০০ পরিবার এবং রামগতি উপজেলার এক হাজার ১ শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এর আগে সংসদ সদস্যের পক্ষে দুই উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের সুরক্ষাসামগ্রীও বিতরণ করা হয়।
মন্তব্য করুন