কুমিল্লার নাঙ্গলকোটে করোনাভাইরাস সংক্রামণ রোধে উপজেলা প্রশাসন ও সেনানিবাসের অভিযানে উপজেলার ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামে এক প্রবাসীর বিয়ে বন্ধ করা হয়েছে। এরপর কনের পিতার কাছ থেকে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা  নেয় উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামে এ ঘটনা ঘটে।

বর উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মো. নাহিদ। তিনি মালয়শিয়া প্রবাসী।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল জানান, করোনাভাইরাস সংক্রামণ রোধে যেখানে সরকার সামাজিক ও পারস্পরিক দূরত্ব তৈরি করে থাকার কথা বলেছেন, সেখানে প্রবাসী জনসমাগম করে বিয়ের আয়োজন করেছেন। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ওই বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়।

এদিকে একই দিন উপজেলার বাগমারা , শ্রীহাস্য, জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ ও মান্নারা বাজারে অভিযান চালানো হয় যেন অপ্রয়োজনে কেউ রাস্তায় না বের হয়।

বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সচেতনতামূলক নানা দিক নিদের্শনা দেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে মাস্ক, সেফটি হাত মোজা ও লিফলেট বিতরণ করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত, নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার ও সেনা এবং পুলিশ সদস্যরা।