নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় কাজী মাহবুবুর রহমান (৩৪) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহবুবুর রহমান আদর্শ গ্রামের আফাজিয়া বাজার এলাকার আবুল খায়েরের ছেলে।

স্থানীয়রা জানায়, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে উপজেলার চানন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোহরাব হোসেনের সঙ্গে একই এলাকার কামাল হোসেনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে মৌলভি বাজার গ্রামে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন উভয় পক্ষকে নিয়ে বসেন। শালিস বৈঠক চলাকালে কামাল ও সোহরাব একে অপরকে মারতে উদ্যত হয়। এ সময় ইসমাইল মেম্বার তাদের শান্ত করার চেষ্টা করতে গেলে কামাল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সন্ধ্যায় ইসমাইল মেম্বার স্থানীয়দের সহযোগিতায় কামালকে চানন্দী বাজার নিয়ে আসে। এ সময় মেম্বারের সমর্থক কাজী মাহবুবুর রহমান কামালকে মারতে এগিয়ে যায়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে কামাল ও তার লোকজন মাহবুবকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। বাজারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে ও রাতে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক, হাতিয়া থানার ওসি আবুল খায়ের শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।