নওগাঁর আত্রাই উপজেলায় ঢাকা থেকে আসা এক ব্যক্তির করোনাভাইরাসের উপসর্গ থাকায় সতর্কতা অবলম্বন করে তার বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ওই ব্যক্তির বাড়ি উপজেলার খাসখামার গ্রামে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি সরেজমিনে প্রত্যক্ষ করে এই ব্যবস্থা নেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে। এছাড়া বাড়িটিকে লকডাউন করা হয়েছে এবং পাশ্ববর্তী বাড়িঘরের লোকজনকে সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম বলেন, গত সপ্তাহে ওই ব্যাক্তি ঢাকা থেকে বাড়ি আসার পর থেকেই জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। বাড়িটি লকডাউন করে ওয়ার্ড কমিটিকে সার্বক্ষণিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের বিষয়ে আমাকে অবগত করতে বলেছি যাতে কোন বিষয়ে তাদের সমস্যা না হয়।