ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে ফেনী জেলায় ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্দেহভাজন দুজনকে আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় বৃহস্পতিবার রাতে একজন ও শুক্রবার সকালে একজনের নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ পেলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।