- সারাদেশ
- অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল মদ
অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল মদ

ময়মনসিংহের মুক্তাগাছায় জরুরি রোগী বহনের অ্যাম্বুলেন্সে করে মদ পাচারের সময় চালকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা শহরের পুলিশ ফাঁড়ির সামনে থেকে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।
আটকরা হলেন- ময়মনসিংহ শহরের কৃষ্টপুর হরিজন পল্লীর বাসিন্দা মৃত জতীন্দ্র মনির ঋষির ছেলে অ্যাম্বুলেন্স চালক সজীব মনির ঋষি, ইশ্বর লাল হরিজনের ছেলে অমর হরিজন ও প্রদ্বীপ দাস হরিজনের ছেলে নেহাল পাল হরিজন।
ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, অ্যাম্বুলেন্সে করে চোলাই মদ পাচারের সময় তিন যুবককে আটক করা হয়েছে। অ্যাম্বুলেন্সের চাকার নিচ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না।
মন্তব্য করুন