- সারাদেশ
- বগুড়ায় চিরকুট লিখে কলেজছাত্রীর 'আত্মহত্যা'
বগুড়ায় চিরকুট লিখে কলেজছাত্রীর 'আত্মহত্যা'

বগুড়ার ধুনটে চিরকুট লিখে রেখে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর নাম সাবিনা খাতুন (১৭)। তিনি ওই গ্রামের আব্দুস সামাদের মেয়ে এবং সিরাজগঞ্জের কুড়িপাড়া মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পড়তেন।
পুলিশ জানায়, আত্মহত্যার আগে ওই ছাত্রী একটি চিরকুট লিখে রাখে। তবে চিরকুটে তিনি কি লিখেছেন তদন্তের স্বার্থে এখনই জানানো যাবে না।
সাবিনা খাতুনের স্বজনরা অভিযোগ করেছেন, প্রেমিকের নির্যাতন সইতে না পেরে কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ওই ঘটনার পর থেকে প্রেমিক হাবিবর রহমান পলাতক।
সাবিনার ভাই আব্দুর রাজ্জাক জানিয়েছেন, তার বোনের সঙ্গে প্রায় দেড় বছর আগে প্রতিবেশি যুবক হাবিবর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাবিবর রহমান ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। করোনাভাইরাসের প্রভাবে এক সপ্তাহ আগে তিনি কর্মস্থল থেকে বাড়িতে আসেন। এরপর বৃহস্পতিবার রাতে তিনি সাবিনাকে তার বাড়িতে ডেকে নেন। দু’জনের মধ্যে অনেক কথাবার্তা হয়। এক পর্যায়ে সাবিনা তার প্রেমিক হাবিবরকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্ত হাবিবর তাতে রাজি হয়নি। ফলে সাবিনা বিয়ের দাবিতে হাবিবরের বাড়িতে অবস্থান নেয়।
তিনি বলেন, শুক্রবার সকালের দিকে হাবিবর ও তার পরিবারের লোকজন সাবিনাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ অবস্থায় সাবিনা বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে হাবিবর বাড়ি ছেড়ে পালিয়েছে। আমরা এ ঘটনায় মামলা করবো।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রেমঘটিত কারণে কলেজ ছাত্রী সাবিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে চিরকুটের ভাষা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ‘শুক্রবার দুপুর ২টার দিকে সাবিনার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।’
মন্তব্য করুন