- সারাদেশ
- চট্টগ্রামের সেই বাড়ি লকডাউন
চট্টগ্রামের সেই বাড়ি লকডাউন

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করেছে পুলিশ। শুক্রবার রাতে চকবাজার থানার দামপাড়া এলাকার দোতলা ভবনটি লকডাউন করা হয়েছে বলে জানান চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন।
ভবনটিতে চারটি পরিবার থাকেন। তাদের বের না হতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার কথা বলা হয়েছে।
চট্টগ্রামে শুক্রবার প্রথম একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ওই ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষায় এই সংক্রমণ ধরা পড়ে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত রোগীকে বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন