চট্টগ্রামে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়া ব্যক্তিটি মেয়ের বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বাড়িটি সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর পুরানগড় এলাকায়।  

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সমকালকে বলেন, চট্টগ্রামের দামপাড়ার যে বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে সাতকানিয়ার পুরানগড়ে তার মেয়ের বাড়িও লকডাউন করে দিয়েছি আমরা। সেখানে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছি।

সূত্র জানায়, করোনা পজেটিভ ব্যক্তির বয়স ৬৭ বছর, তিনি বর্তমানে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। তার বাসা দামপাড়া এলাকায়। এর আগে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে করোনা আক্রান্ত ব্যক্তির চট্টগ্রাম শহরের বাসাটি লকডাউন করা হয় বলে জানান বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন।

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এখন পর্যন্ত মোট ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এরআগে আইসোলেশন থাকা দুই জনের মৃত্যু হয়। তবে তাদের মধ্যে কোনো সংক্রমণ পাওয়া যায়নি।