- সারাদেশ
- সাতক্ষীরায় ২ হাজার ৯৯৭ জন হোম কোয়ারেন্টাইনে
সাতক্ষীরায় ২ হাজার ৯৯৭ জন হোম কোয়ারেন্টাইনে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত আরও নতুন ৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে, এ পর্যন্ত মোট ২ হাজার ৯৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ছাড়পত্র দেওয়া হয়েছে আরও ৯১৬ জনকে।
এদিকে, ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে প্রতিদিনই ভারত থেকে ঢুকছে শত শত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী। শনিবারও ৪৫ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ঢুকেছেন। যাদের বেশিরভাগের বাড়ি সাতক্ষীরায়।
এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক বাড়ছে। তবে, ভারতে লকডাউনের কারণে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার।
তবে, ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সীমান্তরক্ষী বাহিনীরা।
মন্তব্য করুন