- সারাদেশ
- আড়াইহাজারে করোনা সন্দেহে ২ জনের নমুনা আইইডিসিআরে
আড়াইহাজারে করোনা সন্দেহে ২ জনের নমুনা আইইডিসিআরে

করোনা আক্রান্ত সন্দেহে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে দুইজনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে উপজেলার কলাগাছিয়া এলাকার একজন ও নারিংদী গ্রামের একজনের করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।
মন্তব্য করুন