- সারাদেশ
- সাতক্ষীরায় করোনা সন্দেহে আইসোলেশনে এক যুবক
সাতক্ষীরায় করোনা সন্দেহে আইসোলেশনে এক যুবক

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন এক যুবক।
রোববার আইসোলেশনে যাওয়া সাতক্ষীরা সদর উপজেলার ওই যুবক এক মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।
তার শরীরের নমুনা পরীক্ষার ঢাকায় পাঠানোর জন্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কান্তি জানান, সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সকালে ভর্তি হন ওই যুবক। উপসর্গ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন