কুমিল্লায় কাজ করতে আসা ব্রাক্ষণবাড়ীয়া জেলার এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কিছুদিন যাবত জ্বরে আক্রান্ত ছিল।

সোমবার দুপুরে ওই ব্যক্তি বিজয়পুর স্কুলে জ্বর নিয়ে মৃত্যুবরণ করেন বলে সমকালকে জানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ।

ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ জানান, গত এক সপ্তাহ আগে বিভিন্ন জেলার ৬৫ কৃষি শ্রমিক নিরুপায় হয়ে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর স্কুলে খোলা আকাশের নিচে অবস্থান নেয়। বিষয়টি জেলা প্রশাসক জানতে পেরে তাদের স্কুল ভবনে থাকা ও খাওয়ার ব্যবস্থা নিতে সদর দক্ষিণ ইউএনও-কে নির্দেশ দেন। এরই মধ্যে সফিক নামের একজন জ্বরে আক্রান্ত  হলে তাকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় ওই কৃষি শ্রমিকের মৃত্যু হয়।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন জানান, ঘটনাস্থলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে। অবস্থানকারী শ্রমিকরাদেও অভিযোগ, অবহেলায় ও চিকিৎসার অভাবে তার মৃত্যু ঘটেছে।