নরসিংদীর পলাশে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসে উপসর্গ দেখা দেওয়ায় একটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি টেক্সটাইল কারখানায় সুপারভাইজার পদে চাকরি করতেন।

তার বাড়ি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে।

সোমবার রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন সমকালকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, ‘ওই ব্যক্তি নারায়ণগঞ্জে চাকরি করেন। করোনার উপসর্গ দেখা দেওয়ার পর দুইদিন আগে তিনি নিজেই ঢাকায় গিয়ে পরীক্ষা করান। এতে তার করোনাভাইরাস পজেটিভ আসে। আমরা তার বাড়িতে যাওয়ার উদ্যোগ নিয়েছি, সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবো তাকে বাসায় রেখে চিকিৎসা করা হবে না কি আইসোলেশনে পাঠানো হবে’।

এদিকে উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামকে লগডাউন করে দিয়েছে পলাশ উপজেলা প্রশাসন। পুলিশ পুরো গ্রাম ঘিরে রেখেছে।