- সারাদেশ
- তিতাসে এলাকাবাসীর উদ্যোগে গ্রাম লকডাউন
তিতাসে এলাকাবাসীর উদ্যোগে গ্রাম লকডাউন

তিতাস উপজেলার বিভিন্ন গ্রাম উঠান বৈঠক করে লকডাউন ঘোষণা করেন গ্রামবাসী। ছবি: সমকাল
করোনাভাইরাস মহামারীর বিস্তার রোধে কুমিল্লার তিতাস উপজেলার প্রতিটি গ্রাম স্ব-উদ্যোগে লকডাউন ঘোষণা করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল থেকে উপজেলার প্রতিটি গ্রামের সংযোগ সড়কগুলো বন্ধ করে দেয় তারা।
স্থানীয়রা জানায়, গ্রামের সচেতন মানুষ ও যুবসমাজ উঠান বৈঠক করে করোনাভাইরাস থেকে নিজেদের নিরাপদে রাখতে এই সিদ্ধান্ত নেয়। এছাড়া গ্রামের চায়ের দোকানে আড্ডা না দেওয়া ও অবাধ চেলাফেরা না করারও সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী।
কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা মো. ইব্রহীম সরকার বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে কলাকান্দি গ্রামবাসীকে নিরাপদে রাখতে গ্রামের সবার সম্মতিক্রমে সব সংযোগ সড়ক বন্ধ করে গ্রামটি লকডাউন করা হয়েছে।
জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, সবাই মিলে সামাজিকভাবে আমাদের মাছিপুর গ্রাম লকডাউন ঘোষণা করেছি। আমাদের গ্রামের সঙ্গে প্রতিটি সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছি।
এদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উপজেলার বিভিন্ন হাটবাজারে অপ্রয়োজনে ঘোরাঘুরি করা ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএিনও) রাশেদা আক্তার।
আর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। সরকারের নির্দেশনা মেনে চলুন।
মন্তব্য করুন