- সারাদেশ
- মাগুরায় আইসোলেশনে থাকা মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না
মাগুরায় আইসোলেশনে থাকা মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না

মাগুরার মহম্মদপুরে আইসোলেশনে থাকা মৃত ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট করোনা কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আরিফুর রহমান। এছাড়া করোনা উপসর্গ থাকায় প্রথম ৮ জনের শরীরের নমুনা পরীক্ষা শেষেও করোনার উপস্থিতি পাওয়া যায়নি বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে তিনি এসব তথ্য জানান। ডা. আরিফুর রহমান বলেন, ৬ এপ্রিল পর্যন্ত মাগুরার চার উপজেলা থেকে করোনা উপসর্গ থাকায় ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরক্ষীর জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে পাঠানো ৮ জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়নি। তিনি আরও জানান, ১৪ জনের মধ্যে বাকি ৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো তারা হাতে পাননি।
এদিকে আইসোলেশনে থাকা এক ব্যাংকারসহ একই পরিবারের তিন সদস্যর শরীর থেকে সংগ্রহীকৃত নমুনা পরীক্ষার জন্য আজ ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মন্তব্য করুন