গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কভিড-১৯ এর উপসর্গ নিয়ে (জ্বর ও শ্বাসকষ্ট) আব্দুল কাইয়ুম (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিসেলি ঘোষ মুনমুন জানায়, শ্বাসকষ্ট ও হাঁপানি নিয়ে রিকশাযোগে আব্দুল কাইয়ুম নামের ওই রোগী জরুরি বিভাগে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। ওই বৃদ্ধ পিতার নাম (মৃত আব্দুর রশিদ) বলতে পেরেছেন। ঠিকানা বলতে পারেননি। তবে এ সময় একটি মোবাইল নম্বর দেন তিনি। ওই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ বলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হবে। এখনও তার স্বজনদের সন্ধান পাওয়া যায়নি।