- সারাদেশ
- কলমাকান্দায় ২৮ চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ৩
কলমাকান্দায় ২৮ চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ৩

নেত্রকোণার কলমাকান্দায় ২৮ টি চোরাই গরু উদ্ধার ও ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার ১৫ জনের নামে কলমাকান্দা থানায় ৮ টি চুরি মামলা হয়েছে। গ্রেফতার ৩ চোরের মধ্যে দুইজন সহোদর। তাদের নেত্রকোণা আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ৩ জন হলেন উপজেলার বড়খাপন ইউনিয়নের চেমটি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আনোয়ার (৪৫) ও সাজু মিয়া (৩৫) এবং একই ইউনিয়নের রিকা চর গ্রামের মনির উদ্দিনের ছেলে মাসুদ (৪৫)।
স্থানীয় ইউপি মেম্বার মো. আব্দুল কাদির জানান, বড়খাপন ইউনিয়নের চেমটি ও রিকাচর গ্রাম থেকে রোববার ও সোমবার কলমাকান্দা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৮টি চোরাই গরু উদ্ধারসহ ৩ পেশাদার চোরকে গ্রেফতার করেছে।
ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ জানান, সোমবার বিকালে বড়খাপন ইউনিয়নের সাবেক মেম্বার ফরহাদের বাড়ি থেকে চুরি যাওয়া একটি ষাড় উদ্ধার করে পুলিশ। তবে বাড়িতে ফরহাদ মেম্বারকে পাওয়া যায়নি।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গ্রেফতার ৩ জনকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া গরু মালিকদের বুঝিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন