- সারাদেশ
- পলাশে ২ ব্যবসায়ীকে জরিমানা
পলাশে ২ ব্যবসায়ীকে জরিমানা

ছবি -সমকাল
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও বাজার মূল্য নিয়ন্ত্রণে পলাশ উপজেলায় নরসিংদী জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকায় অসঙ্গতি থাকায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার সকালে উপজেলার পলাশ বাজার ও ঘোড়াশাল বাজারে ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট মেহেদী।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও সকলকে ঘরে থাকার অনুরোধ করছি। এসময় বাজারে মূল্য তালিকায় অসঙ্গতি থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন