গত ২৪ ঘণ্টায় নাটোর থেকে ৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে একজন সিংড়া ও সদরের ছয়জন। এছাড়া একজনকে আইসোলেশনে রাখা হয়েছে। 

তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, সাতজনের নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

এছাড়া করোনার উপসর্গ থাকায় সিংড়া উপজেলার হাতিয়নদহ ইউনিয়নের নারায়ণপুর গ্রামের দুলাল হোসেন (২৩ ) নামে একজনকে নাটোর সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে এবং এদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

এছাড়া জেলায় হোমকোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬ জন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, প্রয়োজন ছাড়া দুলালের পরিবারের কোন সদস্য বাইরে আসতে পারবে না।