নওগাঁয় করোনা সন্দেহে বিভিন্ন উপজেলা থেকে আরও ২৮ জনের নমুনা সংগ্রহ করা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

এদিকে ৩দিন আগে জেলার ১০ টি উপজেলা থেকে সংগৃহিত ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে কারও মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা  সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল। 

তিনি বলেন, ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩ জন। 

সিভিল সার্জন জানান, সোমবার বেলা ১১ টা থেকে মঙ্গলবার বেলা ১১টার (গত ২৪ ঘন্টার) মধ্যে যে ২৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের মধ্যে অধিকাংশই বিদেশফেরত। এদের বয়স ২৫ থেকে ৭০বছরের মধ্যে।

এদিকে ঢাকা ফেরত দুই যুবক করোনাভাইরাস সন্দেহে আক্রান্ত জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের বাঐচন্ডি গ্রাম ও আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রামের তিনটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসণ।