- সারাদেশ
- ১০ টাকা কেজির চাল বাড়িতে মজুদ করায় ডিলারকে জরিমানা, লাইসেন্স বাতিল
১০ টাকা কেজির চাল বাড়িতে মজুদ করায় ডিলারকে জরিমানা, লাইসেন্স বাতিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ টাকা কেজি মূল্যের চাল বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে মজুদ করায় অপরাধে শিহাব উদ্দিন নামের এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার শিহাবকে জরিমানা করা হয়। তিনি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন। এ সময় শিহাব উদ্দিনের ডিলারশিপের লাইসেন্স বাতিল করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিহাব উদ্দিন বাজারে চাল বিক্রি না করে তার বাড়িতে মজুদ করার খবর পেয়ে পুলিশ ৩২ বস্তা চাল জব্দ করে উল্লাপাড়ায় নিয়ে আসে। পরে শিহাবকে জরিমানা করে তার ডিলারশিপের লাইসেন্স বাতিল করা হয়।
মন্তব্য করুন