- সারাদেশ
- উলিপুরে করোনার উপসর্গ থাকায় ২ যুবকের নমুনা সংগ্রহ
উলিপুরে করোনার উপসর্গ থাকায় ২ যুবকের নমুনা সংগ্রহ

কুড়িগ্রামের উলিপুরে করোনার উপসর্গ থাকায় দুই যুবকের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার রাতে তাদের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন কুড়িগ্রাম কার্যালয়ে পাঠানো হয়। ওই দুইজনের বাড়িসহ ৩টি বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, পৌরসভার কাশির খামার গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমান (৪২) গত ১৩ মাার্চ বাড়িতে আসেন। এরপর থেকে তার ছোট ভাই হাফিজুর রহমান (২৫) ও তার বন্ধু হবি পাগলা (২৪) সর্দি জ্বর ও কাশিতে ভোগছিলেন। এ খবর পেয়ে আমরা ওই ২ বন্ধুর নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠাই।
তিনি বলেন, পাঠানো নমুনার ফলাফল আসতে ৫-৬ দিন লাগবে। তার আগ পর্যন্ত গ্রামটি পুলিশের নজরদারিতে রয়েছে।
মন্তব্য করুন