- সারাদেশ
- দাম বাড়িয়ে পরে ‘বিশেষ ছাড়ে’ ওষুধ বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায়!
দাম বাড়িয়ে পরে ‘বিশেষ ছাড়ে’ ওষুধ বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায়!

বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন দিক বিবেচনায় মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিশেষ ছাড়ে’ ওষুধ বিক্রি করা হচ্ছে। তবে এ বিশেষ ছাড় পাওয়া যাবে ওষুধের প্যাকেটের গায়ে লেখা খুচরা বাজার মূল্যের ওপর এবং ওষুধের দোকান মালিকদের ইচ্ছে অনুযায়ী।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধের প্যাকেটের গায়ে লেখা খুচরা বাজার দরেই ওষুধ বিক্রি হচ্ছিল। এর আগে নির্ধারিত দামের চেয়ে শতকরা ১০ ভাগ কম দামে ওষুধ বিক্রি হতো। এ নিয়ে ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা দেয়।
বিশেষত করোনা পরিস্থিতিতে এভাবে সাধারণ মানুষকে জিম্মি করায় নেতিবাচক প্রভাব পড়ে পুরো এলাকায়। এমনি পরিস্থিতিতে জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আগের দামেই ওষুধ বিক্রির আহবান জানায়।
জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এ বিষয়ে একটি বিবৃতিও দেন।
এ অবস্থায় গত রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পাঠাগার সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউছার, সদস্য মাহবুবুর রহমান, আজিজুল হক, শ্যামল কর, শরীফুল হক মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউছার জানান, সবার আহ্বানেই মঙ্গলবার থেকে প্যাকেটে থাকা মূল্যের চেয়ে কম দামে ওষুধ বিক্রি হচ্ছে। তবে এক্ষেত্রে কত কমে বিক্রি করবেন সেটা সংশ্লিষ্ট ফার্মেসির ওপর নির্ভর করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন