সাতক্ষীরায় করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় গত ২৪ ঘণ্টায় ৩১ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনসমাগম কমিয়ে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে বিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলাব্যাপী সাড়াশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার। জেলাব্যাপী চলছে মাইকিং, করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ থেকে দেবহাটায় আসা চারটি পরিবারকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। এসব পরিবারের বিশ জন সদস্য বাড়ি থেকে বের হতে পারবেন না। অনুরূপভাবে ভারত থেকে আসা ১৩ জনকে সাতক্ষীরা যুব উন্নয়ন ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, অকারণে বাইক নিয়ে বাইরে আড্ডা দেওয়া ও ঘোরাফেরা করায় শ্যামনগরে চার জনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুরূপভাবে কালিগঞ্জে দুই জনকে দেড় হাজার টাকা, আশাশুনিতে নয় জনকে সাড়ে সাত হাজার টাকা ও অবৈধভাবে ইট পোড়ানোর জন্য বড়দল ইউনিয়নে মইনুল সরদারকে পাঁচ হাজার টাকা, তালায় সাত জনকে ৩ হাজার ৮শ’ টাকা, কলারোয়ায় নয় জনকে তিন হাজার দুইশ’ টাকা জরিমানা করা হয়েছে।