- সারাদেশ
- যশোরে সরকারি ত্রাণের ৮০ বস্তা চালসহ আটক ২
যশোরে সরকারি ত্রাণের ৮০ বস্তা চালসহ আটক ২

যশোর সদরের শানতলা নারিস পোল্ট্রি ফিডের গুদাম থেকে সরকারি ত্রাণের ৮০ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনাকালে আটক হন দুই যুবক। তারা হলেন- বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাকিবুল হাসান ও হাসিবুল হাসান শাওন।
শাওন বর্তমানে শহরতলীর ঝুমঝুমপুরে থাকেন। তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। দুদক মামলাটি তদন্ত করছে।
অভিযানে নেতৃত্বে থাকা যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, উদ্ধারকৃত চাল সরকারি খাদ্য গুদামের বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযানে ডিবি ও কোতয়ালি পুলিশ অংশ নেয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ জানান, উদ্ধার হওয়া চালের পরিমাণ ৪ হাজার কেজি। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আরও চাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য করুন