- সারাদেশ
- উজিরপুরে ৫ বাড়ি লকডাউন
উজিরপুরে ৫ বাড়ি লকডাউন

বরিশালের উজিরপুর পৌর শহরে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকায় তার সহ আশেপাশের পাঁচ বাড়ি লকডাউন করা হয়েছে।
সোমবার রাত থেকে এসব বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানান, শহরের ৩ নম্বর ওয়ার্ডের ওই ব্যক্তি সম্প্রতি জ্বর ও গলা ব্যথা নিয়ে উজিরপুরের গ্রামের বাড়িতে আসেন। তিনি থাকেন বরিশাল নগরীর পলাশপুর এলাকায়। রোববার তার স্বাস্থ্যের অবনতি ঘটলে এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়।
উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রনতি বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী সোমবার রাতে ওই ব্যক্তির বাড়ি গিয়ে তিনি করোনায় আক্রান্ত বলে সন্দেহ করেন।
এক পর্যায়ে ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ এবং আশেপাশের ৫ টি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা উড়িয়ে দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী বলেন, মঙ্গলবার সকালে অসুস্থ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর ব্যবস্থা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বাড়িসহ ওই ৫টি বাড়ির সকল সদস্যদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রনতি বিশ্বাস জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে অসুস্থ ওই ব্যক্তির বাড়ি সহ ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।
মন্তব্য করুন