- সারাদেশ
- সাতকানিয়ায় ৩ বসতঘর লকডাউন
সাতকানিয়ায় ৩ বসতঘর লকডাউন

নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় আসা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়া সাতকানিয়ায় তিনটি বসতঘর লকডাউন করা হয়েছে।
সম্প্রতি ওই ব্যক্তি নিজ বাড়িতে আসেন; এরপর নারায়ণগঞ্জে ফিরে গেলে তার করোনা শনাক্ত হয়। এ খবর উপজেলা প্রশাসনের কাছে পৌঁছালে মঙ্গলবার তার সহ আরো দুই বসতঘর লক ডাউন করে কর্তৃপক্ষ।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম সমকালকে বলেন, সাতকানিয়ার এক বাসিন্দা নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ী; তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শানাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত ব্যক্তির গ্রামের বাড়িতে তিন বসতঘরে থাকা পাঁচ পরিবারকে লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছি। লকডাউন করা অন্যান্য বাড়ির লোকজন পারষ্পর আত্মীয়।
তিনি বলেন, ওইসব পরিবারের সদস্যদের কেউ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পার্শ্ববর্তী কোথাও যেতে পারবেন না। এছাড়া পার্শবর্তী কোন লোক ওই বাড়িগুলোতে যাওয়া আসা নিষিদ্ধ। তাদের কোন চিকিৎসা সেবা কিংবা অন্য কোন প্রয়োজনে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা উপজেলা প্রশসনের সাথে যোগাযোগ করবেন।
মন্তব্য করুন