- সারাদেশ
- মাগুরার জগদল ইউনিয়ন লকডাউন
মাগুরার জগদল ইউনিয়ন লকডাউন

ছবি: সমকাল
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে মঙ্গলবার জনপ্রতিনিধিরা তাদের সম্মানী ভাতার টাকা দিয়ে একশ' নিন্ম আয়ের পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন।
জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জগদল ইউনিয়ন পরিষদকে লকডাউন ঘোষণা করে প্রতিটি গ্রামের মোড়ে মোড়ে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে স্থানীয় মেম্বর, শিক্ষক, ইমাম, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক নেতা, আনছার, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীদের নিয়ে গঠিত কমিটি এ লক ডাউন পরিচালনা করবেন।
লক ডাউন ঘোষণার সময় উপস্থিত ছিলেন সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বলেন, তিনি ৩ মাসের এককালিন প্রাপ্ত ও ১২ জন মেম্বর তাদের সম্মানী ভাতার আংশিক দিয়ে একশ' নিম্ন আয়ের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে আছে ৫ জেজি চাউল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম লবণ, ১ কেজি আলু ও ১টি সাবান।
মন্তব্য করুন