চট্টগ্রাম নগরে ছয় পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে নগরের পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার একটি ভবনের বাসিন্দাদের এ নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম সমকালকে জানান, ওই ভবনের বাসিন্দা এক নারীর মধ্যে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ার খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে দেখি, একতলা একটি ভবনে ছয়টি পরিবারের সদস্যরা গাদাগাদি করে থাকেন। উপসর্গ দেখা দেওয়া ওই রোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই নারীর নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে নিয়ে যাওয়া হয়েছে। তাই আপাতত রিপোর্ট না আসা পর্যন্ত ভবনটির ছয়টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের কোন প্রয়োজন হলে জেলা প্রশাসনের হট লাইনে জানাতে বলা হয়েছে।