- সারাদেশ
- করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, মৃতদেহ ফেলে পালালেন স্বজনরা
করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, মৃতদেহ ফেলে পালালেন স্বজনরা

কুমিল্লার নাঙ্গলকোটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে; বাড়িতে ওই মৃতদেহ রেখে পালিয়েছেন তার স্বজনরা।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের দৌলখাঁড় গ্রামে।
পুলিশ জানায়, নিজ বাড়িতে মারা যান মোশারফ হোসেন তালুকদার (৪০) নামের ওই ব্যক্তি। পরে স্বজনরা পালিয়ে যান। দুপুরে নাঙ্গলকোট থানার এসআই ওবায়দুল হল ও এসআই আনোয়ার হোসেন মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করেন।
মোশারফ ওই এলাকার প্রয়াত আলী আক্কাসের ছেলে। মৃতদেহের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
পুলিশ আরও জানায়, কয়েকদিন আগে মোশারফ জ্বর, সর্দি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নেন তিনি। হঠাৎকরে মঙ্গলবার সকালে তিনি বাড়িতে মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুল জানান, মৃতদেহের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিষয় কর্মকর্তা ডা. দেব দাস দেব বলেন, এটা নিয়ে আমরা কাজ করছি।
মন্তব্য করুন