- সারাদেশ
- নবীগঞ্জে সমকাল প্রতিনিধিসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
নবীগঞ্জে সমকাল প্রতিনিধিসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
নেপথ্যে ইউপি চেয়ারম্যানের ইন্ধনের অভিযোগ

হবিগঞ্জের নবীগঞ্জে সমকাল প্রতিনিধিসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে গত সোমবার মামলা হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গত ২ এপ্রিল স্থানীয় আউশকান্দি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হারুনের নেতৃত্বে সুলতানের ওপর হামলা হয়েছিল। এর আগে করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছিলেন সুলতানসহ কয়েকজন। এর জেরেই সুলতানসহ ছয়জনের বিরুদ্ধে নারী নির্যাতন, অপহরণের চেষ্টা ও চুরির মামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলার বাদী ফয়জুন আক্তার মনি নিজেকে স্থানীয় দৈনিক বিবিয়ানার সাংবাদিক বলে উল্লেখ করেছেন। চেয়ারম্যানের মালিকানাধীন অরবিট হাসপাতালকে ঘটনাস্থল দেখিয়ে এ মামলার পেছনে তার ইন্ধন রয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- সমকালের নবীগঞ্জ প্রতিনিধি এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম মুজিবুর রহমান, চ্যানেল এসের প্রতিনিধি বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আলমগীর মিয়া এবং সাকির আহমেদ নামে স্থানীয় আরেক যুবক। তবে এমন কোনো ঘটনায় তিনি জড়িত ছিলেন না বলে জানিয়েছেন আহমদ আজাদ।
গত ৩০ মার্চ আউশকান্দিতে ত্রাণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান হারুন নিজে ক্রিকেট ব্যাট দিয়ে সুলতানকে পেটান। এই খবর পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন মুজিবুর রহমান ও বুলবুল আহমেদ। এরপর মুজিবুর রহমান বাদী হয়ে চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে এক আসামিকে গ্রেপ্তার করলেও চেয়ারম্যানসহ অন্যরা এখনও পলাতক। সাংবাদিক পেটানোর ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।
মন্তব্য করুন