করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জে দুইজন বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ৬ বাড়িকে লকডাউনে রাখা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রামগতি চরসীতা এলাকায় মারা যান ৫৫ বছরের বৃদ্ধ। এছাড়া একই দিন বিকালে রামগঞ্জের দরবেশপুর গ্রামে মারা যায় ৮০ বছরের আরেক বৃদ্ধ। এ ঘটনায় রামগতির চরশীতা গ্রামে ও রামগঞ্জে উপজেলার দরবেশপুর গ্রামে নিহদের বাড়িসহ আশেপাশের ৬টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মৃত দু'জনকেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রামগতির উপজেলার আবাসিক মেডিকেল অফিসার পরিজাত দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দুদিন আগে ওই বৃদ্ধ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে সকালে তিনি মারা যান। করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। ইসলামী শরীয়াহ অনুযায়ী তার লাশ দাফন করা হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান মো. জসিম জানান, প্রশাসনের নিদের্শে চর শীতা এলাকার নিহতের বাড়ির পাশের তিন বাড়ি লকডাউন রয়েছে। এ সব বাড়িগুলো পুলিশ পাহারায় রয়েছে। তিনি আরও জানান, কয়েকদিন ধরে বৃদ্ধ জ্বর ও সর্দিতে ভুগছিলেন।

রামগঞ্জ থানার ওসি আনোয়ার আনোয়ার হোসেন জানান, ৮০ বছরের বৃদ্ধ দীর্ঘ দুই মাস ধরে তার নিজ বাড়িতে জ্বও ও সর্দি আক্রান্ত ছিলেন। মঙ্গলবার তার অবস্থা বেশি খারাপ হলে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ মঙ্গলবার বিকালে রামগঞ্জের দরবেশপুর তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, জ্বর ও সর্দি আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জে দুইজন বৃদ্ধ মারা যায়। দুই জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামগতি ও রামগঞ্জে ৬ বাড়িতে করোনা সন্ধেহে লকডাউন করা হয়েছে।