- সারাদেশ
- সিলেটে লকডাউন অমান্য করায় ৮৫ জনকে জরিমানা
সিলেটে লকডাউন অমান্য করায় ৮৫ জনকে জরিমানা

সিলেটে লকডাউনের আদেশ অমান্য করায় জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে -সমকাল
সিলেট জেলা লকডাউনের পর প্রথম দিনে সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন আইনে ৮৫ জনকে এক লাখ ৭৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের ১৮ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।
রোববার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের নির্দেশে শনিবার বিকেল ৪টায় সিলেট জেলা লকডাউন ঘোষণা করা হয়। এতে জেলায় প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না।
মন্তব্য করুন