কুড়িগ্রামে নতুন করে হোম কোয়ারেন্টাইনে আওতায় আনা মানুষের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে আওতায় আনা হয়েছে। 

এ নিয়ে জেলায় সোমবার হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫৪ জন। আর মেয়াদ শেষ হওয়ায় ৩৩৮ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।

মূলত নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন বাড়ি ফিরে আসছেন। এ কারণে হোম কোয়ারেন্টাইনের আওতায় নেওয়া মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

তিনি জানান, এখান থেকে সোমবার সকালে আরও ৩৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এখান থেকে এ পর্যন্ত ১১২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো। গত ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল বিকেল পর্যন্ত সময়ে নমুনাগুলো সংগ্রহ করা হয়। এর মধ্যে এ পর্যন্ত ৩৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এদের মধ্যে রাজারহাটের ৬ জন, ভূরুঙ্গামারীর ৯ জন, সদরে ৬ জন, নাগেশ্বরীর ৩ জন, চিলমারীর ৪ জন, উলিপুর ২ জন, রাজিবপুর ১ জন ও রৌমারীর ৫ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

সিভিল সার্জন আরও জানান, এ জেলায় এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।