- সারাদেশ
- ঈশ্বরদীতে স্পিরিট পানে দুই বন্ধুর মৃত্যু
ঈশ্বরদীতে স্পিরিট পানে দুই বন্ধুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে স্পিরিট পান করে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতেরা হলেন-ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর ছেলে ওহিদুর রহমান সজল (৩২) ও ফতেমোহাম্মদপুর এলাকার মৃত শামীম হোসেনের ছেলে রাজু (৩০)।
নিহত রাজুর ভাই নাসিম জানান, ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর এলাকার নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে হোমিও চিকিৎসক ডা. শিমুল হোসেন হায়দারের কাছ থেকে শনিবার স্পিরিট কিনে তাতে পানি মিশিয়ে সজল ও রাজু রাতে পান করেন। স্পিরিট পান করে তারা দুজনই অসুস্থ হয়ে পড়লে এদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে এদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজন মারা যান।
এদিকে এ ঘটনার পরপরই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্পিরিট বিক্রেতা ডা. শিমুল হোসেন হায়দার পালিয়ে গেছেন।
ওই এলাকার বাসিন্দা ও ঈশ্বরদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল আশরাফী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এদের মৃত্যুর কারণ সম্পর্কে আমরা জানতে পেরেছি। এলাকাবাসী স্পিরিট বিক্রেতা হোমিও ডা. শিমুল হোসেন হায়দারের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন